বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য সারা বছর দৈনিক ১ জিবি ইন্টারনেট ডাটা বিনামূল্যে দেয়ার ঘোষণা দিয়েছে মালয়শিয়ার প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দীন ইয়াসিন।
করোনা সংক্রমণ রোধে গত ১৮ মার্চ থেকে মালয়েশিয়ায় লকডাউন শুরু হয়। সেই সময় সবগুলো মোবাইল কোম্পানি তাদের ব্যবহারকারীদের জন্য প্রতিদিন ১জিবি করে ফোরজি ডাটা ফ্রি দেয়া শুরু করে। কভিড-১৯ পরিস্থিতির যথেষ্ট উন্নতি হওয়ায় গত ১০ জুন থেকে লকডাউন তুলে নেয়া হয়েছে। এখন নতুন করে ‘১ জিবি প্রোডাকটিভিটি ইন্টারনেট’ নামে প্যাকেজ ঘোষণা করেছে সরকার। মোবাইল কোম্পানিগুলোও যৌথ ঘোষণায় জানিয়েছে, প্রতিদিন ১ জিবি করে ফোরজি ডাটা সার্ভিস আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা দিয়ে যাবে। এটি কাযকর হয়েছে ১০ জুন থেকে।
ফ্রি ইন্টারনেট প্যাকেজের ঘোষণা এসেছে মূলত ২৭ মার্চ সরকার ঘোষিত ৬০ কেটি মালয়েশিয়ান রিঙ্গিত প্রণোদনার আওতায়।
ওই প্রণোদনার অংশ হিসেবেই এবার ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে ১ জিবি প্রোডাকটিভিটি ইন্টারনেট প্যাকেজ। তবে এক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে। এই ডাটা আগের মতোই সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ব্যবহার করতে হবে। আর শুধু বিশেষ কিছু শিক্ষামূলক ওয়েবসাইট যেমন উডেমি (Udemy), ক্লাসরুম (Classruum) এবং সুনাগোলার্নের (SunagoLearn) মতো ওয়েবসাইট ও অ্যাপে প্রবেশ করা যাবে। অর্থাৎ যেসব শিক্ষামূলক প্লাটফর্মে বিনামূল্যে বিভিন্ন কোর্স করা যায় সেগুলো এই অফারের আওতায় ব্যবহার করা যাবে।
এছাড়া এই প্যাকেজের আওতায় মাইক্রোসফট ৩৬৫ এবং জুম ভিডিও কনফারেন্স ব্যবহার করা যাবে ইচ্ছেমতো।