৩০ সেপ্টেম্বর সম্প্রচারিত হবে ‘ইত্যাদি’


৩০ সেপ্টেম্বর সম্প্রচারিত হবে 'ইত্যাদি'


‘ইত্যাদি’, বাংলাদেশ টেলিভিশনে প্রথম প্রচার হয় ১৯৮৯ সালে। হানিফ সংকেতের উপস্থাপনায় তিন মাস পর পর প্রচারিত এই অনুষ্ঠানটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসাবে স্থান করে নিয়েছে।

প্রায় ৩০ বছর ধরে প্রচারিত বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার আয়োজিত হতে যাচ্ছে ঝালকাঠিতে

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে ঝালকাঠির গাবখান ব্রিজ সংলগ্ন ধানসিঁড়ি ইকোপার্কে ইত্যাদি ধারণ করা হবে।

আরও পড়ুন :  ১৮ সেপ্টেম্বর যে তারকাদের জন্মদিন

সমাজের নানা অসংগতিকে বিদ্রুপ ও রসময় করে উপস্থাপন করা এ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠানটি জনসাধারণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ও ফ্রি দেখার ব্যবস্থা করা হয়েছে।

এবারের ‘ইত্যাদি’ ঘিরে কিছু নির্দেশনা দেয়া হয়েছে:

নির্ধারিত সময়ের মধ্যে আসনগ্রহণ,
একটি আমন্ত্রণপত্রে একজনের আসন,
১৪ বছরের কম বয়সীদের সঙ্গে না নিয়ে আসা,
কোনো প্রকার হ্যান্ড ব্যাগ ও ক্যামেরা সঙ্গে না আনা,
ধারণ চলাকালীন মোবাইলফোন বন্ধ রাখা।

বিটিভিতে আগামী ৩০ সেপ্টেম্বর মূল পর্ব সম্প্রচারিত হবে।