‘বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি’ সৈয়দ মুজতবা আলীর এই বাণীর যথার্থতা হরহামেশাই চোখে পরে। কথাটির সত্যতা যাচাইয়ে বিল গেটসের উদাহরণ টেনে আনলে দেখা যাবে তিনি ১ টি বইয়ের মূল্য চুকিয়েছিলেন ৩ কোটি ৮ লক্ষ টাকায়, তিনি যে দেউলিয়া নন তা সবারই জানা। যদিও বইটিও যার তার লেখা নয়, কালজয়ী চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্জির হাতে লেখা। এই বইটির নাম দি কোডেক্স লেইসেস্টার।
বর্তমানের এই ইলেকট্রিক মিডিয়ার যুগে বইয়ের প্রতি মানুষের আগ্রহ অনেকাংশে কমে গেলেও বিশ্বের সবচেয়ে দামী বইগুলোর উপার্জিত মূল্য কিন্তু রীতিমত চোখ কপালে তোলে। আসুন জেনে নেয়া যাক সেরা ১০টি দামি বই সম্পর্কে কিছু তথ্য;
দি কোডেক্স লেইসেস্টার: এটি বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্জির হাতে লেখা ৭২ পৃষ্ঠার একটি জার্নাল। প্রথম প্রকাশিত হয় ১৭১৭ সালে। পরবর্তীতে ১৯৯৪ সালে বিল গেটস ৩ কোটি ৮ লক্ষ টাকায় (৩০.৮ মিলিয়ন মার্কিন ডলার) নিলামে বইটি কিনে নেন। যেকারণে এখন পর্যন্ত দি কোডেক্স লেইসেস্টার সবচেয়ে দামি বই।
দি গসপেলস অফ হেনরি দি লায়ন: ৫০ পৃষ্ঠা পূর্ণ চিত্রসহ মোট ২৬৬ পৃষ্ঠার বইটি ১৯৮৩ সালে জার্মান সরকার ১ কোটি ১৭ লক্ষ টাকায় (১১.৭ মিলিয়ন মার্কিন ডলার) কিনে নেন। এটিকে রোমান যুগের স্থাপত্যশিল্পের পাণ্ডুলিপি হিসেবে ধরা হয়।
বার্ডস অফ আমেরিকা: যার প্রথম পূর্ণ সংস্করণটি শুধু মাত্র লন্ডনেই ১ কোটি ১৫ লক্ষ টাকা (১১.৫ মিলিয়ন মার্কিন ডলার) উপার্জন করতে সক্ষম হয়। আর এর ফলে বইটি বিশ্বের ৩য় দামি বই।
লি ক্যান্টেরবাড়ি টেলস: ১৫ শতকের এই বইটির এখন পর্যন্ত বিক্রয় মূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা (৭.৫ মিলিয়ন মার্কিন ডলার)।
ফার্স্ট ফলিও: শীর্ষ ১০ টি দামি বইয়ের তালিকার রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের ফার্স্ট ফলিও। ২০০১ সালে মাইক্রোসফট এর সহকারী প্রতিষ্ঠাতা পল এলেন বইটির একটি কপি ৬০ লক্ষ টাকায় (৬ মিলিয়ন মার্কিন ডলার) কিনে নেন।
এছাড়াও শীর্ষ ১০ দামি বইয়ের তালিকায় যথাক্রমে স্থান পেয়াছে-
দি গুটেনবার্গ বাইবেল বইটির মূল্য ৪৯ লক্ষ টাকা (৪.৯ মিলিয়ন মার্কিন ডলার),
ট্রিটেঁস অন ফ্রুট ট্রিস: বইটির মূল্য ৪৫ লক্ষ টাকা (৪.৫ মিলিয়ন মার্কিন ডলার),
জিওগ্রাফিয়া কসমোগ্রাফিয়া: বইটির মূল্য ৪০ লক্ষ টাকা (৪ মিলিয়ন মার্কিন ডলার),
দি টেলস অফ বিডল দা বার্ড: জে কে রউলিং এর-বইটির মূল্য ৩৯ লক্ষ ৮০ হাজার টাকা (৩.৯৮ মিলিয়ন ডলার),
দি ফার্স্ট বুক অব উরিজেন: বইটির মূল্য ২৫ লক্ষ টাকা (২.৫ মিলিয়ন মার্কিন ডলার)।