বর্তমানে টেকনোলজির কল্যানে খুব সহজেই মিলছে উন্নত স্মার্টফোন। কিন্তু এই স্মার্টফোন গুলো অনেক সময় অসাবধানতার কারনে হাত থেকে পড়ে যায়।আর এতে অধিকাংশ সময় ভেঙে যায় ফোনের ডিসপ্লে।কিন্তু এইবার ডিস্পলের ভাঙন রোধ করতে গ্লাস নির্মাতা কোম্পানি কর্নিং নিয়ে এসেছে নতুন এক গ্লাস।আর এই গ্লাসের নাম তারা দিয়েছে গরিলা গ্লাস ভিক্টাস।
কোম্পানিটির দাবি নতুন এই গ্লাসটি ৬ফুট উচ্চতা পর্যন্ত ফোনের ডিসপ্লেকে রক্ষা করতে সক্ষম। এইছাড়াও মোবাইলের স্ক্র্যাচ প্রতিরোধেও গরিলা গ্লাস ৬ থেকে দ্বিগুণ বেশি সক্ষম নতুন এই গ্লাস।
গরিলা গ্লাস ভিক্টাস কতটা কার্যকর তার প্রমানস্বরুপ একটি ভিডিও ফুটেজ আপলোড করেছে কর্নিং। সেখানে দেখা যায় অনেক উপর থেকেও একটি ফোন মেঝেতে ছুড়ে ফেলা হলেও সেটি পড়ার পর অক্ষত থাকে।
শীঘ্রই স্যামসাং সহ অন্যান্য নতুন ফোনগুলোতে ব্যবহার করা হবে এই ডিসপ্লে।অ্যাপলের পরবর্তী ফোনে এই গ্লাস ব্যবহার করা হবে কিনা এই ব্যাপারে এখনো কোন মন্তব্য পাওয়া যায় নি।তবে অ্যাপলের প্রায় সব ফোনেই গরিলা গ্লাসের ব্যবহার থাকে তাই আশা করা যায় তাদের পরবর্তী ফোনেই দেখা মিলতে পারে নতুন এই শক্তিশালী গ্লাসের।