কৃষিপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা




কৃষিপণ্যের সাপ্তাহিক দামে তেজিভাব দেখা গেছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) শনিবার শেষ হওয়া সপ্তাহে গম, ভুট্টা ও সয়াবিনের গড় দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে।
মূলত প্রতিকূল আবহাওয়ায় উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়া এবং চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য বিরোধের পরিপ্রেক্ষিতে বেচাকেনা কমে যাওয়ার আশঙ্কায় কৃষিপণ্যের বাজার চাঙ্গা রয়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
সিবিওটিতে সর্বশেষ সপ্তাহে গমের গড় দাম আগের সপ্তাহের তুলনায় ২ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে। এ সময় সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের গড় দাম দাঁড়িয়েছে ৫ ডলার ১৫ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১৪ সেন্ট বেশি। একই চিত্র দেখা গেছে ভুট্টার দামেও। সিবিওটিতে সর্বশেষ সপ্তাহে কৃষিপণ্যটির গড় দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে দশমিক ৪৭ শতাংশ। এ সময় ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল ভুট্টা বিক্রি হয় গড়ে ৩ ডলার ৭৩ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ২৫ সেন্ট বেশি।
ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকার কৃষিপ্রধান দেশগুলোয় প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। এ কারণে এসব দেশে গম ও ভুট্টার উৎপাদন ব্যাহত হতে পারে। ফলে আগামী দিনগুলোয় আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্য দুটির সরবরাহও কমে আসতে পারে। এ আশঙ্কায় সিবিওটিতে গম ও ভুট্টার বাজারে তেজিভাব দেখা দিয়েছে।
এদিকে সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে সয়াবিনের দাম ১ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। এ সময় নভেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল সয়াবিনের গড় দাম দাঁড়িয়েছে ৮ ডলার ৯৫ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় সাড়ে ১৪ সেন্ট বেশি।