বন্যার পানিতে ডুবে একইসাথে ভাই-বোনের মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


বন্যার পানিতে ডুবে রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভাতঘর পাড়া গ্রামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মৃত দুই ভাইবোন হলো ইলা খাতুন (১৭) ও ইমরান হোসেন (৮)। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা আরেকজন হলেন নাইমা খাতুন (১৫)।

বাগামারা যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পানিতে ডুবে যাওয়া দুই ভাইবোনকে পরিবারের সদস্যরা পার্শ্ববতী আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন। এ ব্যাপারে আত্রাই থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

জানা গেছে, রবিবার (২৬ জুলাই) দুপুরে যোগীপাড়া ইউনিয়নের ভাতঘর পাড়া গ্রামের ইয়ানুছ আলী মৃধার মেয়ে সিংসাড়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ইলা খাতুন ও তার ভাই ভাতঘর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ইমরান হোসেন পাশের আত্মীয়ের বাড়ি থেকে বন্যার পানি ঢুকে যাওয়া রাস্তা দিয়ে নিজ বাড়িতে ফেরার পথে তলিয়ে যায়।

এসময় পানির স্রোত রাস্তা থেকে তাদের গভীর পানিতে ঠেলে নিয়ে গেলে সেখানে দুই ভাইবোন তলিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। তাদের সঙ্গে থাকা নাইমা খাতুন (১৫) নামের অপর এক কিশোরী সেখান থেকে আহত অবস্থায় উঠতে সক্ষম হয়।