সিরিজ বোমা হামলার পর শ্রীলঙ্কায় ফের বিস্ফোরণ


paperslife


শ্রীলঙ্কার ৩ টি গির্জা ও ৩ টি হোটেলে একযোগে সিরিজ বোমা হামলায় প্রায় ১৪০ জন নিহত হওয়ার পর রাজধানী কলম্বোতে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন

আজ রোববার সপ্তম বিস্ফোরণটি রাজধানী আরও একটি হোটেলে এবং অষ্টম বিস্ফোরণটি রাজধানীর দেমাটাগোদা এলাকায় ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
চতুর্থ যে হোটেলটিতে বিস্ফোরণ ঘটেছে সেটি দেশটির জাতীয় চিড়িয়াখানার কাছে।

এ বিষয়ে এক পুলিশ কর্মকর্তা বলেন, চিড়িয়াখানার কাছে দেহিওয়ালা হোটেলে আরেকটি বিস্ফোরণ ঘটেছে।

এর আগে, ইস্টার সানডের প্রার্থনা চলাকালীন শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও কাতানায় ৩ টি গির্জা ও ৩ টি হোটেলে সিরিজ বোমা হামলায় অন্তত ১৪০  জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৪০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আজ রোববার সকাল সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে কোচ্চিকাডে, নেগম্বো এবং বাট্টিকালোয়ায় অবস্থিত তিনটি গির্জা ও সাংরি লা, চিন্নামন গ্র্যান্ড এবং কিংসবেরি হোটেলে হামলা হয়।