প্রতি বছর আমরা এন্ড্রয়েড ফোনের ফাস্ট চার্জিং টেকনোলজি উন্নত থেকে উন্নততর হয়ে আসছে।২০১৩ তে প্রথম কুইক চার্জ ১.০ রিলিজ হয় ১০ওয়াট এর চার্জিং সামর্থ্যর সাথে।এরপর ২০১৫,১৬ এবং ১৭ তে যথাক্রমে কুইক চার্জ ২.০,৩.০ এবং ৪.০ আসে ১৮ওয়াট এর চার্জিং স্পিড এর সাথে।সর্বশেষ মুক্তি প্রাপ্ত কুইক চার্জ ৪+ নিয়ে এসেছে ২৭ এবং ৪৫ ওয়াট পর্যন্ত চার্জিং স্পিডের সুবিধা।বর্তমানে কুয়ালকোম ঘোষণা দিয়েছে কুইক চার্জ ৫.০ এর যা ১০০ওয়াট পর্যন্ত চার্জিং স্পিডে সক্ষম হবে।কুয়ালকোমের দাবি এটি হবে এন্ড্রয়েড ফোনে সর্বোচ্চ চার্জিং স্পিড।
এই মাসে অপ্পো,রিয়েলমি তাদের নিজস্ব ১২৫/১২০ ওয়াট পর্যন্ত চার্জিং সুবিধার ঘোষণা দিয়েছে।তারা এখনি তাদের বর্তমান ফোনগুলোতে ৬৫/৫৫ ওয়াট চার্জিং স্পিড সরবরাহে সক্ষম হয়েছে ডাবল ব্যাটারি টেকনোলজির মাধ্যমে।অপরদিকে কুয়ালকোম গত ৩বছরে তাদের চার্জিং টেকনোলজিতে কোন আপডেট না আনলেও এইবার তারা এক লাফে নিয়ে আসছে ১০০ ওয়াটের চার্জার।কুয়ালকোমের দাবি এটি হবে সবচেয়ে নিরাপদ এবং কার্যকর চার্জিং মোড।
কুইক চার্জ ৫ এর মাধ্যমে ব্যবহারকারী প্রথম ৫ মিনিটেই করতে পারবে ৫০% চার্জ,এবং ১০০% চার্জ মাত্র ১৫ মিনিটে।এতে ব্যবহৃত হবে ৪৫০০ ওয়াট এর ব্যাটারি এবং ফোনের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৪০°। ব্যাটারি দীর্ঘ জীবনের জন্যও কুয়ালকোম ৫ এ থাকবে ব্যাটারি সেবার এলগরিদম যার মাধ্যমে দীর্ঘ দিন পর্যন্ত ব্যাটারি সুরক্ষিত থাকবে।
কুইক চার্জ ৫ সর্বোচ্চ ২টি ব্যাটারি এবং ২০ ভোল্টেজ পাওয়ার সরবরাহে সক্ষম।এটি তার আগের জেনারেশন থেকে ৪গুন বেশি দ্রুত।এটি অতিরিক্ত তাপমাত্রা রোধে সক্ষম এবং কুইক চার্জ ৪ এর তুলনায় ১০° কম ঠান্ডা।
ধারনা করা হচ্ছে ২০২০ এর শেষ দিক অথবা ২০২১ এর প্রথম দিকেই এর ব্যবহার শুরু করবে কুয়ালকোম নির্দিষ্ট কিছু স্ন্যপড্রাগনের এন্ড্রয়েড ফোনে।সবকিছু ঠিক থাকলে স্ন্যাপড্রাগন ৮৬৫ দিয়েই শুরু হতে পারে এর যাত্রা।মিডরেঞ্জ এর ফোন যেমন স্ন্যাপড্রাগন ৭২০,৭৬৫জি এই ১০০ওয়াট চার্জিং এর সুবিধা এখন না পেলেও ভবিষ্যতের মিডরেঞ্জ ফোনগুলোতেই দেখা মিলতে পারে এই টেকনোলজির।