
নাম মালহাম কেইভ। বিশ্বের দীর্ঘতম লবণের গুহা। মালহাম গহ্বরের অভ্যন্তরে ১০ কিলোমিটার পথ এবং চেম্বার জুড়ে এই লবণের গুহা। ছবি- এপি

২০০৬ সালের আগ পর্যন্ত ইরানের কেশের দ্বীপের থ্রি ন্যুডস গুহাটি (৭ কিমি) ছিল দীর্ঘতম। ছবি- রয়টার্স

বিজ্ঞানীরা বলছেন, যখন বৃষ্টির পানি পড়ে লবণ শোষণ করে এবং গুহার ভেতর দিয়ে ডেড সীতে বেরিয়ে যাওয়ার সময় লবণের এসব স্তম্ভ তৈরি করে। ছবি-এএফপি

ডেড সী'র কাছে কাছে অবস্থিত এই গুহায় বাইবেল অনুযায়ী সেখানে লুতের স্ত্রীর লবণের অবয়বও রয়েছে। ছবি- স্টাফ

দিনে দিনে মালহাম গুহায় এই লবণের বিস্তৃতি আরও বাড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ছবি-স্টাফ