নয় বছর বয়সী এক কুকুরের কৃতিত্বে বিস্মিত হয়েছে সবাই। জানা যায়, টুঙ্গা নামের একটি কুকুর দীর্ঘ ১২ কিলোমিটার দৌড়ে এক অপরাধীকে ধরিয়ে দিয়েছে।
ঘটনাটি ভারতের কর্ণাটকের দাভাঙ্গেরে জেলায়। চেতন নামের এক দুষ্কৃতকারী শুরুতে কয়েকজনের সাহায্যে চুরি করে। পরে রিভলভার দিয়ে একজনকে হত্যা করে। শেষে খুনি কাশীপুর নামক একটি গ্রামীণ এলাকায় গা ঢাকা দেয়।
সেই খুনিকে খুঁজতেই মাঠে নামানো হয় বেঙ্গালুরু পুলিশের স্নিফার কুকুর টুঙ্গাকে। সে ঘটনাস্থলে পৌঁছনোর জন্য পুলিশকে ১২ কিলোমিটার দূরে নিয়ে যায়।
হে়ড কন্সটেবল প্রকাশ জানান, অন্তত তিন ঘণ্টা রাস্তা শুঁকে শুঁকে দৌঁড়ে পুলিশকে সে একটি বাড়়ির সামনে নিয়ে এসে দাঁড় করায়। সেই বাড়িটিতেই লুকিয়ে ছিলো অপরাধী। পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সে অপরাধ স্বীকার করে নেয়।
পশু বিশেষজ্ঞদের মতে যেখানে একটি প্রশিক্ষিত স্নিফার কুকুর একটানা ৪ থেকে ৫ কিলোমিটার দৌঁড়াতে পারে। সেখানে টুঙ্গার এমন কর্মকাণ্ড অবাক করে সবাইকে আর এ জন্য ১৭ জুলাই রীতিমতো অনুষ্ঠান করে টুঙ্গাকে পুরস্কৃত করা হয়েছে।