বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগের রাতে রাজধানীর বিভিন্ন জায়গাতে সন্ধ্যা থেকে রাত ১০টার মধ্যে রাজধানীতে ৪টি বাসে আগুন দেয়া হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে বাসে আগুন দেয় অবরোধকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মনজিল এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ও সায়েদাবাদ এলাকায় তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা গেছে, নিউমার্কেট এলাকায় গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক বাসে আগুন দেয় অবরোধকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর পাঁচ মিনিট পরেই এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয়া হয়।
পরে সায়েদাবাদ জনপদ মোড়ে ফ্লাইওভারের নিচে আরেকটি বাসে আগুন দেয়া হয়।
আরও পড়ুনঃ ব্রাসেলস সফরে বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে
এর আগে গত বৃহস্পতিবার (২ নভেম্বর) টানা তিন দিনের অবরোধ শেষে নতুন করে দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
দলের পক্ষ থেকে জানানো হয়, সরকারবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শুক্রবার (৩ নভেম্বর) সারাদেশে দোয়া মাহফিল এবং রোব ও সোমবার (৫ ও ৬ নভেম্বর) দেশব্যাপী ৪৮ঘণ্টা সর্বাত্মক অবরোধ পালন করা হবে।
এদিকে একইদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীও বিএনপির সঙ্গে সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির পালন করবে বলে জানিয়েছে।