অস্ট্রেলিয়ার দর্শকের চেয়ে বাংলাদেশের দর্শকরা বেশি ভদ্র, এমনটিই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি।
বুধবার রাতে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভে তিনি এই মন্তব্য করেন।
আড্ডার এক পর্যায়ে তামিম ডু প্লেসির টেস্ট অভিষেকের গল্প জানতে চান , ‘তোমার ব্যাপারে বেশ কিছু খবর পেয়েছি আমি। আমাদের ড্রেসিং রুমে এখন বেশ কয়েকজন দক্ষিণ আফ্রিকান আছে। তোমার অভিষেক টেস্টের সময় নাকি কী যেন ঘটেছিল?’
ডু প্লেসি তখন তার ২০১২ সালের নভেম্বরে সেই অ্যাডিলেড টেস্ট নিয়ে বলেন, ‘ব্যাট করতে নামার সময় জুতো খুলে গিয়েছিল। সিঁড়ি দিয়ে নামছিলাম, এমন সময় জুতো খুলে যায়। পরে গ্লাভস, প্যাড পরা অবস্থায় নিচু হয়ে জুতো ঠিক করছিলাম। আর পুরো অ্যাডিলেডের দর্শকরা যেন আমাকে চারপাশ থেকে ঘিরে ধরল!’
সে সময় তামিম বলেন, ‘বাংলাদেশে এমন কিছু হলে তুমি বুঝতে না দর্শকেরা কী বলছে। কিন্তু অস্ট্রেলিয়ায় তুমি বুঝতে বাধ্য। কারণ, যা বলার ওরা ইংলিশে বলছিল।’ এর উত্তরে ডু প্লেসি বলেন, ‘হ্যাঁ। কিন্তু পার্থক্য হলো, অস্ট্রেলিয়ান দর্শকদের চেয়ে বাংলাদেশি দর্শকেরা বেশি ভদ্র।’