করোনার কারণে স্থগিত হয়েছে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ।
তবে এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে আইপিএল অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩ তম আসর।
এবারের আসরে খেলার কথা রয়েছে নিউজিল্যান্ডের ৬ ক্রিকেটারের। কেইন উইলিয়ামসন খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে, অলরাউন্ডার জিমি নিশাম কিংস ইলেভেন পাঞ্জাব, পেসার লকি ফার্গুসন কলকাতা নাইট রাইডার্স, মিচেল ম্যাকক্লেনাগান ও ট্রেন্ট বোল্ট মুম্বাই ইন্ডিয়ান্স এবং স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার চেন্নাই সুপার কিংসের হয়ে।
তাদের আইপিএলে খেলার অনুমতি নিয়ে কিউই ক্রিকেটের মুখপাত্র রিচার্ড বুক ভারতীয় গণমাধ্যম পিটিআই-কে নানান, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আইপিএল খেলতে অনুমতি দেবে তবে তাদের সুরক্ষার দায়িত্ব নেয়া হবে না। যারা খেলবে তাদের নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদেরই নিতে হবে।