আইসিসিকে বিদায় জানালেন শশাঙ্ক মনোহর


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


মেয়াদ শেষ হওয়ায় আইসিসির চেয়ারম্যান পদ থেকে সরে গেলেন শশাঙ্ক মনোহর। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সংস্থাটির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা।

বুধবার এক বিবৃতিতে সংবাদটি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আগামী সপ্তাহে নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে আইসিসি।

২০১৬ সালে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সংস্থাটির চেয়ারম্যান নির্বাচিত হন শশাঙ্ক। তিনি ছিলেন আইসিসির প্রথম চেয়ারম্যান।

এরপর ২০১৮ সালে আবারো বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হন এ ভারতীয়। তবে দ্বিতীয় দফার এ মেয়াদ শেষের আগেই আর দায়িত্ব পালন করতে চান না বলে জানিয়ে দেন তিনি।

পরবর্তী চেয়ারম্যানকে হবে এ নিয়ে ক্রিকেট পারায় চলছে না জল্পনা-কল্পনা। আইসিসির নতুন চেয়ারম্যান হওয়ার দৌঁড়ে আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং ইসিবি চেয়ারম্যান কলিন গ্রেভস।