দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগসহ ১৩টি রাজনৈতিক দলের নেতা দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।।
আজ শনিবার সকালে সাড়ে ১০টায় শুরু হয়েছে প্রথম ধাপের মতবিনিময়।
দুই ধাপের এই বৈঠকে বিকেলে ১৪টি রাজনৈতিক দলের অংশ নেয়ার কথা রয়েছে। এই বৈঠকে নির্বাচনের প্রস্তুতিসহ সামগ্রিক বিষয়ে রাজনৈতিক দলগুলোকে জানাবে নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ“বিএনপি দেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির মূলহোতা”
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এতে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত আছেন।
যদিও বিএনপিকে দেয়া চিঠি তাদের কার্যালয়ের প্রধান ফটকের চেয়ারের উপরই পড়ে ছিল। এখন পর্যন্ত কোনো নেতা তা হাতে পেয়েছেন বলে নিশ্চিত হওয়া যায়নি।