আর্জেন্টিনার মত দলকে হারিয়ে ইতিহাস করার কারণে সৌদি আরবে সাধারণ ছুটি ঘোষণা করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বাদশাহ সালমানও যুবরাজের এই ঘোষনাকে সমর্থন জানিয়ে ফরমান জারি করে দিয়েছেন।
সাধারণ ছুটি সব ধরনের সরকারি এবং বেসরকারী চাকুবিজীবি, শিক্ষণ, ছাত্র অর্থ্যাৎ শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র কার্যকর হবে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে এসব তথ্য। সূত্র: আরব নিউজ।
আর্জেন্টিনার বিপক্ষে জিততে পারবে স্বপ্নেও কল্পনা করেনি এরাবিয়ানরা। তাদের প্রত্যাশা ছিল, মেসিদের বিপক্ষে যতটা ভালো খেলা যায়।
আরও পড়ুন : মেসির জোড়া গোলে ৩৫ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা
কিন্তু লুসাইল স্টেডিয়ামে সৌদি আরব যে খেলা খেলেছে, তা তো তাদের স্বপ্নেরও বাইরে। কী অসাধারণ পারফরম্যান্স! আর কী অসাধারণ গতি! ৪৮ থেকে ৫৩– এই ৫ মিনিটের গতির ঝড়েই আর্জেন্টিনাকে এলোমেলো করে দিয়েছে।