ইংলিশ প্রিমিয়ার লীগ: আজকের খেলা




ইংলিশ প্রিমিয়ার লীগ মাঠে গড়িয়েছে গতকাল। আজ দ্বিতীয় দিনে প্রথম রাউন্ডে নামছে বড় দল গুলো।

দীর্ঘদিন শিরোপার স্বাদ থেকে বঞ্চিত লিভারপুল খেলবে গতবছর কোনো মতে রেলিগেশনে টিকে থাকা ওয়াটফোর্ডের বিপক্ষে। বর্তমান চ্যাম্পিয়ন চেলসি শিরোপা ধরে রাখার মিশনে নামবে বার্নলি’র বিপক্ষে। আর পেপ গার্দিওলা’র ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ প্রথমবার প্রিমিয়ার লীগে সুযোগ পাওয়া ব্রিংটন।
এছাড়াও স্টোক সিটি, এভারটন, সাউদাম্পটন, ওয়েস্টব্রম ও মাঠে নামবে। ফ্রেঞ্চ লীগে মাঠে নামছে মার্সেলি।
আজকের খেলা :
প্রিমিয়ার লীগ :
ওয়াটফোর্ড-লিভারপুল
বাংলাদেশ সময় : বিকেল ৫.৩০
চেলস-বার্নলি
বাংলাদেশ সময় : রাত ৮টা
ক্রিস্টাল প্যালেস-হুডার্সফিল্ড
বাংলাদেশ সময় : রাত ৮টা
এভারটন-স্টোক সিটি
বাংলাদেশ সময় : রাত ৮টা
সাউদাম্পটন-সোয়ানসি সিটি
বাংলাদেশ সময় : রাত ৮টা
ওয়েস্টব্রম-বোর্নমাউথ
বাংলাদেশ সময় : রাত ৮টা
ব্রিংটন-ম্যান সিটি
বাংলাদেশ সময় : রাত ১০.৩০
ফ্রেঞ্চ লীগ :
নান্টেস-মার্সেলি
বাংলাদেশ সময় : রাত ৯টা