ডক ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর, কমপ্রেস বা পিডিএফ ফাইল সাইন করার বিষয়টি আরও সহজ করল সফটওয়্যার নির্মাতা অ্যাডোব। এ জন্য অনলাইন টুল তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
এখন সহজে ব্রাউজার থেকেই ডক ফাইলকে পিডিএফ করা যাবে। অ্যাডোব কর্তৃপক্ষ সম্প্রতি গুগল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করে ক্রোম ব্রাউজারের জন্য শর্টকার্ট টুল তৈরি করেছে।
কেউ যদি এখন নতুন পিডিএফ ফাইল তৈরি করতে চান তবে শর্টকার্ট হিসেবে ব্রাউজারে পিডিএফ ডটনিউ (PDF. new) লিখলেই হবে। এতে বিনা মূল্যে অ্যাডোব অ্যাক্রোব্যাট পিডিএফ ফরম পাওয়া যাবে যা কোনো মাইক্রোসফট অফিস বা ইমেজ ফাইলকে পিডিএফে রূপান্তর করে দেবে।
এ ছাড়া টেমপ্লেট তৈরি, ইমেজ, আইকন ও স্টিকার এখান থেকে তৈরি করা যাবে। এতে নিজস্ব লোগো, রঙ ও ফন্ট ব্যবহারের সুবিধাও থাকছে।
অ্যাডোবের পক্ষ এক বিবৃতিতে জানানো হয়েছে, এ বছরে বিনা মূল্যেই পিডিএফের নানা সুবিধা দেওয়া হচ্ছে। ২০টি সহজ অ্যাক্রোব্যাট অনলাইন টুল বিনা মূল্যে ব্যবহারের সুযোগ থাকছে।
এ ছাড়া ব্রাউজার থেকে বিনা মূল্যে টুল ব্যবহারের পাশাপাশি প্রিমিয়াম সুবিধাও যুক্ত হচ্ছে। এসব সুবিধা পেতে বিনা মূল্যে অ্যাডোব আইডিতে সাইন ইন করতে হবে।
তবে বিনা মূল্যে ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও থাকছে। প্রতিদিন মাত্র একবারই এ সুযোগ পাওয়া যাবে। যদি একবারের বেশি প্রয়োজন হয় তবে অর্থ খরচ করে সাবসক্রিপশন নিতে হবে।