জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবালের ফেসবুক লাইভ। সেই জনপ্রিয়তা আরও বাড়াতে লাইভে নতুন আকর্ষণ হিসেবে আসছে দেশের বাইরের ক্রিকেটাররাও।
আজ বুধবার রাত সাড়ে ১০ টায় ফেসবুক লাইভে তামিমের সাথে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। আর শুক্রবার (মে ১৫) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় ভারতীয় এই ওপেনারের সঙ্গে গল্পে মাতবেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।
মঙ্গলবার (মে ১২) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন তামিম। এ ব্যাপারে নিজের ও রোহিতের ছবি এক করে পোস্ট করেন তামিম ইকবাল।
আর ক্যাপশনে লিখেন, আশা করি আপনারা এটার জন্য প্রস্তুত। আগামী ১৫ মে ২০২০ শুক্রবার আমি ও রোহিত শর্মা মজার এক লাইভ সেশনে যুক্ত হচ্ছি।
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আপাতত সব ধরনের ক্রিকেট বন্ধ। তাই এই সময়টায় বসে না থেকে ক্রিকেটারদের নিয়ে নিয়মিত ফেসবুকে লাইভ আড্ডা শুরু করেন বাংলাদেশ দলের হার্ড হিটার ব্যাটসম্যান তামিম। মুশফিকুর রহিমকে দিয়ে শুরু করেন তিনি। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদকে লাইভে নিয়ে আসেন।
এ ছাড়াও এই লাইভ আড্ডায় নিয়ে আসেন দেশের সাবেক তিন অধিনায়ক হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন এবং নাঈমুর রহমান দুর্জয়কেও। তবে এখন এর সঙ্গে দেশের বাইরের ক্রিকেটারদেরকেও যুক্ত করছেন তিনি।