এশিয়া কাপে বাংলাদেশ, মাঠে নামছে আজ


এশিয়া কাপে বাংলাদেশ
এশিয়া কাপে বাংলাদেশ

এশিয়া কাপের মাঠে আজ প্রথম খেলায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানিস্তান।

এদিকে আফগানিস্তান দারুণ সূচনার পর এখন সুপার ফোরে জায়গা নিশ্চিত করতে চায়। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পাওয়ায় কাজটা অনেক সহজ হয়ে গেছে তাদের।

তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও জয়ের আশা দেখছে আফগানরা। তারপরও টাইগারদের সমীহের দৃষ্টিতেই দেখছেন আফগান স্পিনার রশিদ খান।

আফগানিস্তানের বিপক্ষে বড় হারের পর সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন, আফগানদের তুলনায় বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। তার মতে টাইগারদের দলে বিশ্বমানের বোলার শুধু সাকিব আর মুস্তাফিজ।

তবে  শ্রীলঙ্কান দলপতির সঙ্গে একমত হতে পারেননি আফগান লেগ স্পিনার রশিদ খান। তার মতে, ক্রিকেটে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। সবাই কঠিন প্রতিপক্ষ। তিনি বলেন, ‘প্রতিপক্ষ দুর্বল না শক্তিশালী, এসব নিয়ে ভাবি না আমরা। ক্রিকেটে আপনি এটা বলতে পারবেন না। এটা এমন একটা জিনিস যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এমনকি খেলার ফলাফলও না। আমাদের জন্য সবাই কঠিন প্রতিপক্ষ। আমরা তাদের সিরিয়াসলি নিই।’

তিনি আরও বলেন, সাকিব এখন দলকে নেতৃত্ব দিচ্ছে। সে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। এটা অবশ্যই তাদের সহায়তা করবে। তার মতো একজন অভিজ্ঞ কেউ দলকে নেতৃত্ব দেয়া মানে অনেকটা পার্থক্য গড়ে দেবে।’