দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের আজকের ম্যাচটি বাংলাদেশ ও শ্রীলঙ্কার জন্য যেন এক বাঁচা-মরার লড়াই।
আজ যে দল জিততে সেই দলই উঠবে সুপার ফোরে। এই সমীকরণে সামনে দাঁড়িয়ে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করেছে টিম বাংলাদেশ।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে টাইগাররা।
একাদশে জায়গা পেয়েছেন সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন। দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয় ও সাইফউদ্দিন। বাংলাদেশের হয়ে ইনিংসের শুরু করেছিলেন সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ।
শেষে চমক দেখায় তাসকিন, আসিতা ফার্নান্ডোকে টেনে ছয় মেরেছেন। স্ট্রাইক ফিরিয়ে দিয়েছেন মোসাদ্দেককে। কাভারে মিসফিল্ডের কারণে চার পাওয়া মোসাদ্দেক দারুণ এক স্ট্রেইট ড্রাইভে মারলেন আরেকটি চার।
শেষ বলে ২ রানে বাংলাদেশ পৌঁছাল ১৮৩ রানে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের এটিই সর্বোচ্চ স্কোর।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এ নিয়ে দ্বিতীয়বার ১৮০ পেরোল বাংলাদেশ।
মিরাজ ২৬ বলে ৩৮ রান করলেও ব্যর্থ হয়েছেন সাব্বির। দীর্ঘদিন পর দলে ঢুকে ৬ বলে ৫ রান করেছেন তিনি। আফিফের ২২ বলে ৩৯, মাহমুদউল্লাহ ২২ বলে ২৭ রানের ওপর ভর করে ১৮৩ করে বাংলাদেশ।
৩৩ বলে ফিফটি ছুঁয়েছে আফিফ ও মাহমুদউল্লাহর জুটি।