এশিয়া কাপ; ভাগ্যকে অন্যের হাতে তুলে দিলো ভারত


শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে হেরেছে ভারত সূত্র -cricinfo


এশিয়া কাপ-এর সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে হেরেছে ভারত। যদিও হারে ভারতের বিদায় নিশ্চিত হয়ে গেছে বা শ্রীলঙ্কার ফাইনাল নিশ্চিত তা নয়।

উল্লেখ্য যে, এশিয়া কাপে সুপার ফোর পর্বে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলবে। দুটিতে জিতলেই ফাইনাল, দুটিতে হারলে বাদ। সমীকরণটা আসলে এতটা সহজ নয়।

দেখে নেয়া যাক গরমিলটা কোথায়?

পয়েন্ট তালিকার সেরা দুই দল খেলবে ফাইনালে। শ্রীলঙ্কার হিসেবটা আগে করা যাক। লঙ্কানরা ম্যাচ জিতেছে দুটি। এখন তারা পয়েন্ট তালিকার এক নম্বরে।

শেষ ম্যাচে তারা পাকিস্তানের কাছে হেরে গেলেও ৪ পয়েন্ট থাকবে। কিন্তু ফাইনাল নিশ্চিত হবে না। কেননা পাকিস্তান আর আফগানিস্তান দুই দলেরই ৪ পয়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে এখনও।

পাকিস্তান প্রথম ম্যাচ জিতেছে ভারতের সাথে। বুধবার আফগানিস্তানের বিপক্ষে যদি পাকিস্তান হেরে যায়, আর শেষ ম্যাচে জেতে শ্রীলঙ্কার সাথে। তবে পাকিস্তানের পয়েন্ট হবে ৪।

আবার আফগানিস্তান যদি পাকিস্তানকে হারিয়ে দিতে পারে, আবার নিজেদের শেষ ম্যাচে ভারতকেও কোনোভাবে হারিয়ে দিতে পারে, তবে আফগানিস্তানেরও পয়েন্ট হবে ৪। তখন তিন দলেরই চার পয়েন্ট হবে। শ্রীলঙ্কা সবার আগে ৪ পয়েন্ট পেয়েও বাদ পড়ে যেতে পারে রানরেটে পিছিয়ে থাকলে।

এবার আসা যাক ভারত প্রসঙ্গে। এখন পর্যন্ত সুপার ফোরে একমাত্র ভারতই দুই ম্যাচ হেরেছে। তারপরও তাদের বিদায় বলে দেওয়ার উপায় নেই।

কেননা যদি পাকিস্তান আফগানিস্তান আর শ্রীলঙ্কার সঙ্গে নিজেদের শেষ দুই ম্যাচে হারে। তবে তাদেরও জয় হবে একটি (ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে), পয়েন্ট থাকবে ২।

আফগানিস্তান পাকিস্তানকে হারিয়ে শেষ ম্যাচে যদি ভারতের বিপক্ষে হারে। তবে আফগানিস্তান আর ভারত-দুই দলেরই পয়েন্ট হবে ২ করে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার ফাইনাল নিশ্চিত হবে। অপর দলটি যাবে রানরেটের হিসেবে। রানরেটে আফগানিস্তান আর পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলে ভারতেরও সুযোগ থাকবে ফাইনালে খেলার।