লকডাউনে সবকিছু বন্ধ। এমন অবস্থায় পরিবেশ তার আপন ঠিকানা ফিরে পেয়েছে। দূষণ কমেছে, আর তাই স্বাধীনভাবে বিছরণ করছে পশুপাখি।
বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে মানুষ গৃহবন্দী, সেখানে জঙ্গল ছেড়ে রাস্তায় জন্তু-জানোয়ারের বের হওয়ার দৃশ্যের দেখা মিলছে সর্বত্র।
বাংলাদেশও এর ব্যাতিক্রম নয়। কক্সবাজারে দেখা মিলছে ডলফিনের। কচ্ছপ উঠে আসছে ডাঙ্গায়।
সম্প্রতি ৭৪০টি কাছিমের বাচ্চা অবমুক্তকরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের ফেসবুক পেইজে ভিডিওটি পোস্ট করা হয়।
জানা যায়, এবছর সর্বোচ্ছ সংখ্যক প্রায় এপর্যন্ত ১৩১৯৮টি ডিম সংগ্রহ করে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের ভিসিজি সদস্যরা।
করোনা পরিস্থিতিতে পর্যটকের আগমন বন্ধ হওয়ায় কাছিমগুলো যেন ফিরে পেয়েছে তার নিরাপদ স্থান। একটা না, দুটা না যেন শত শত কাছিম এসে ডিম দিয়ে নিরাপদে নীড়ে চলে যায়।
এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলে পোস্ট থেকে জানা যায়।
💕৭৪০টি কাছিমের বাচ্চা অবমুক্তকরণ ভিডিও💕।করোনা পরিস্থিতিতে পর্যটকের আগমন বন্ধ হওয়ায় কাছিমগুলো যেন ফিরে পেয়েছে তার নিরাপদ স্থান একটা না, দুটা না যেন শত শত কাছিম এসে ডিম দিয়ে নিরাপদে নীড়ে চলে যায়। এবছর সর্বোচ্ছ সংখ্যক প্রায় এপর্যন্ত ১৩১৯৮টি ডিম সংগ্রহ করে আমাদের ভিসিজি সদস্যরা। যা প্রতিদিন বাড়তেছে।
Posted by পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার on Wednesday, May 6, 2020