করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে গিয়েছিল ইউরোপের জনপ্রিয় ফুটবল লিগ ‘লা লিগা’। তবে সম্প্রতি তা চালু করতে চায় লা লিগা কর্তৃপক্ষ।
আর সে কারণেই খেলোয়াড়দের অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে। তবে শর্ত হিসেবে জুড়ে দেওয়া হয়েছিল, সব খেলোয়াড়দেরই করতে হবে করোনা পরীক্ষা।
যার প্রথম ধাপে ক্লাবগুলোতে খেলোয়াড়রা যোগ দিয়েই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। বার্সেলোনা ভক্তদের জন্য সুখের খবর- লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের কারো করোনা ধরা পড়েনি।
বুধবার জোহান গাম্পার ট্রেনিং কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা গ্রহণ করা হয় খেলোয়াড়দের। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বার্সার সব খেলোয়াড়ই সবুজ সংকেত পেয়েছেন। তাদের কারো করোনা পরীক্ষার ফল পজিটিভ আসেনি।
ফলে সামাজিক দূরত্ব বজায় রেখে বার্সার খেলোয়াড়রা শুক্রবার থেকে ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করতে পারবেন। পুরো দমে অনুশীলনে ফিরতে মোট চারটি ধাপ পার করতে হবে স্পেনের খেলোয়াড়দের।