করোনার মধ্যেই চীনে চলছে ‘কুকুর খাওয়ার উৎসব’


china dog trade #paperslife


করোনা মহামারীর মধ্যেই চীনে ফের শুরু হয়েছে কুকুর খাওয়ার উৎসব! ১০ দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। এমনটিই জানানো হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউলিন শহরে প্রতি বছর এ আয়োজনে অংশ নেয় হাজার হাজার মানুষ। উৎসবে কুকুরের মাংসের স্বাদ নিতে ব্যস্ত থাকেন ক্রেতা-দর্শনার্থীরা।

খাওয়াদাওয়ার পাশাপাশি চলে কুকুর কেনাবেচা। বিক্রি হয় খাঁচায় বন্দি জীবন্ত কুকুর। বিচিত্র এই উৎসবের বিকিকিনিতে বাদ যায় না কয়েকদিন বয়সের কুকুরছানাও।

চীনে পশুদের অধিকার নিয়ে কাজ করা হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল-এর মুখপাত্র পিটার লি বলেন, তার প্রত্যাশা, প্রাণীদের কথা ভেবে না হলেও শুধু নিজেদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এমন অবস্থার পরিবর্তন হবে।

তিনি জানান, চীনে প্রতি বছর এক কোটি কুকুর ও ৪০ লাখ বিড়াল মারা হয় ব্যবসার জন্য।

তবে ব্যতিক্রমও রয়েছে, গত এপ্রিলে চীনের প্রথম শহর হিসেবে কুকুর খাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সেনজেন শহরের কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, দুনিয়াজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে চীনের উহান শহরের একটি বাজার থেকে ধারণা পুরো বিশ্বের। এ ঘটনায় দুনিয়াজুড়ে সমালোচনার মুখে পড়েছে দেশটি।