প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) উপাচার্য ড. নাজমুল কবির চৌধুরী।
বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে লেখা হয়েছে, ‘ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. নাজমুল কবির চৌধুরীর মৃত্যুতে এফআইইউ পরিবার গভীরভাবে শোকাহত।’
তিনি কীভাবে মারা গেছেন, সে বিষয়টি ওয়েবসাইটটিতে উল্লেখ করা হয়নি।
তবে, যমুনা টেলিভিশনের সূত্রমতে, প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক অধ্যাপক।
২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ঢাকার বনানীতে এর ক্যাম্পাস।