করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্ত্তজা।
আজ শনিবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফির বন্ধু বাবুল।
কয়েকদিন হলো কিছুটা জ্বরে ভুগছিলেন মাশরাফি। শরীরে জ্বর বেশ কয়েকদিন স্থায়ী থাকায় গত ১৮ জুন ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি।
গতকাল রিপোর্ট জানানো হয়। রিপোর্টে পজেটিভ হন এই সংসদ সদস্য। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানা গেছে।
এর আগে, ১৫ জুন করোনা পজেটিভ হন মাশরাফির শাশুড়ি হোসনে আরা সিরাজ।