করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোমায় চলে গিয়েছিলেন। ফুসফুস তেমন কাজ করছিল না। এমন অবস্থায়ও নতুন প্রাণের জন্ম দিলেন কলম্বিয়ার এক নারী।
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন ৩৬ বছরের দিয়ানা অ্যাঙ্গোলা। ছেলের নাম রাখা হয়েছে জেফারসন।
জানা গেছে, অ্যাঙ্গোলার ফুসফুস কাজ করছিল না বিধায় তার পেটের বাচ্চাকে বাঁচাতে হাসপাতালের সিজার সেকশনে নিয়ে যান চিকিৎসকেরা। অন্তত ১৪ সপ্তাহ আগেই পৃথিবীর আলোতে নিয়ে আসা হয় জেফারসনকে। মা করোনায় আক্রান্ত হলেও এই নবজাতকের শরীরে করোনার সংক্রমণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
শিশুরোগ বিশেষজ্ঞ এডউইন ওলিভো বলেন, ‘আমাদেরকে পুরো প্রক্রিয়াটা একজন গুরুতর রোগীর চিকিৎসা করার মতো অনুসরণ করতে হয়েছে।’
চিকিৎসক পাওলা ভেলাসকেস বললেন, ‘২৪ সপ্তাহ হলেই ভালো ওজনের কোনও মানব শিশু বাঁচিয়ে রাখা যেতে পারে। সে ক্ষেত্রে অনেক টেকনোলোজি লাগবে, সেই সঙ্গে স্নায়বিক বিকাশ এবং ফুসফুসের প্রভাব সংক্রান্ত কাজগুলো ভালো করতে হবে।’
এদিকে, অ্যাঙ্গোলাও এরই মধ্যে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন। ছেলেকে জেফারসনকে নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেতে তর সইছে না তার।
সুত্র : এএফপি।