গত মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস। ১৯ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গত ২৩ মার্চ সকালে একটি নসিমনের ধাক্কায় আহত হন বানি আমিন বিশ্বাস। মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এ সময় তিনি সদর উপজেলার উজ্জলপুর গ্রামের নিজ বাড়ি থেকে মেহেরপুর যাচ্ছিলেন। আহত হওয়ার পর তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। মাসখানেক লড়াইয়ের পর হার মানেন মৃত্যুর কাছে।
ঐ দুর্ঘটনার পর পুলিশের হাতে আটক হয়েছিলেন নসিমন চালক ও তার সহযোগীরা। কিন্তু ইমরুল মামলা না করে তাদের ছেড়ে দিতে বলেন।
সম্প্রতি বিডিক্রিকটাইম এর সাথে আলাপকালে ইমরুল বলেন, ‘ওদেরকে পুলিশ গ্রেফতার করেছিল। আমি বলেছি ছেড়ে দিতে। আমি তো আমার বাবাকে হারিয়েছি। আরেকটা মানুষকে মামলা-মোকদ্দমায় টানাটানি করবো- ওদেরও তো পরিবার আছে। আমার বাবাকে তো আর ফিরে পাব না। মনের খারাপ লাগা থেকে হয়ত পুলিশ-কোর্টে দৌড়াদৌড়ি হবে। কিন্তু এতকিছু করেও বাবাকে তো আর ফিরে পাব না। বাবাকে যেহেতু ফিরেই পাচ্ছি না, এগুলো করে তো লাভ নেই।’
দুর্ঘটনাকে নিয়তি হিসেবে মেনে নিয়ে ক্ষমার বিরল দৃষ্টান্তই গড়েছেন দেশের শীর্ষস্থানীয় এই ক্রিকেটার।