সামাজিক যোগাযোগ মাধ্যমে খাবারের ছবি পোস্ট করাটা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তবে নিজেদের ছবি অনেক ভালভাবে তুলতে পারলেও খাবারের ছবি আমরা অনেকেই ভালভাবে তুলতে পারিনা। কী ভাবে ছবি আরও আকর্ষণীয় করে তুলবেন জেনে নিন তার কিছু টিপস;
ছবি তোলার সময় ন্যাচারাল লাইট ব্যবহার করুন। ফ্লাশ ব্যবহার করলে খাবারের ছবি ভাল দেখতে ভাল লাগে না।
কোনও একটি অ্যাঙ্গেল থেকে নয়। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খাবারের ছবি তুলে দেখুন। যেমন লেয়ারড খাবারের ক্ষেত্রে আই লেভেল শট নিন।
ছবি তোলার আগে খাবার সুন্দর করে সাজিয়ে নিন। যাকে বলে ফুড ড্রেস আপ করা। সাজিয়ে সুন্দর ফোকাসে ছবি তুললে অনেক সাধারণ খাবারের ছবিও আকর্ষণীয় হয়ে ওঠে।
নানা রকম ভাবে খাবারের ক্লোজ শট নিয়ে দেখুন। পুরো খাবারের ছবি না তুলে ক্লোজ শট নেওয়া কিন্তু আর্ট।
খাবারের উজ্জ্বল রং ও টেক্সচার ফোকাসে আনার চেষ্টা করুন। এতে ছবি সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠবে।
আরও পড়ুন;
গরমে ঠাণ্ডা ঠাণ্ডা আনারসের সরবেট
চলবে নাকি তন্দুরি চা!
বিকেলের নাস্তায় সুস্বাদু বিফ বান
বিকেলের নাস্তায় মুচমুচে চিকেন পপকর্ন
গরমে ভিন্ন স্বাদের কাজুবাদামের কোল্ড কফি
নাস্তায় স্ট্রবেরী ওটস স্মুদি