গাজায় ইসরায়েলের বিমান হামলায় ২৫৬ ফিলিস্তিনি নিহত


গাজায় ইসরায়েলের বিমান হামলায় ২৫৬ ফিলিস্তিনি নিহত


২৪ ঘণ্টারও কম সময়ে গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় ২০ শিশুসহ ২৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন ১ হাজার ৭৮৮ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

এদিকে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা উপত্যকার পাশ্ববর্তী শহর তাল-আল-হাওয়া এবং রেড ক্রিসেন্টের আল-কুদস হাসপাতালে বোমাবর্ষণ করেছে ইসরাইল। হামলা থেকে বাঁচতে সেখানে গাজার শত শত বাসিন্দা আশ্রয় নিয়েছিলেন। ইসরাইলের বোমাবর্ষণে গাজা উপত্যকার বহু বাড়িঘর ও আবাসিক ভবন গুড়িয়ে গেছে। এছাড়াও দক্ষিণ গাজার নাসের ও ইউসেফ-আল-নাজ্জার হাসপাতালগুলোও ইসরাইলের হামলায় ধ্বংস হয়ে গেছে। যার ফলে এই হাসপাতালগুলোতে আহতদের আর কোনও সেবা দেয়া সম্ভব হবে না।

আরও পড়ুনঃ “আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে এ্যানিকে; নির্যাতনের অভিযোগ অসত্য”

এর আগে শনিবার ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই হামলার পর এখন পর্যন্ত ইসরাইলে ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত ৩ হাজারের বেশি।

অপরদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের পাল্টা হামলায় সবশেষ ১ হাজার ৯০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।