২৪ ঘণ্টারও কম সময়ে গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় ২০ শিশুসহ ২৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন ১ হাজার ৭৮৮ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
এদিকে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা উপত্যকার পাশ্ববর্তী শহর তাল-আল-হাওয়া এবং রেড ক্রিসেন্টের আল-কুদস হাসপাতালে বোমাবর্ষণ করেছে ইসরাইল। হামলা থেকে বাঁচতে সেখানে গাজার শত শত বাসিন্দা আশ্রয় নিয়েছিলেন। ইসরাইলের বোমাবর্ষণে গাজা উপত্যকার বহু বাড়িঘর ও আবাসিক ভবন গুড়িয়ে গেছে। এছাড়াও দক্ষিণ গাজার নাসের ও ইউসেফ-আল-নাজ্জার হাসপাতালগুলোও ইসরাইলের হামলায় ধ্বংস হয়ে গেছে। যার ফলে এই হাসপাতালগুলোতে আহতদের আর কোনও সেবা দেয়া সম্ভব হবে না।
আরও পড়ুনঃ “আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে এ্যানিকে; নির্যাতনের অভিযোগ অসত্য”
এর আগে শনিবার ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই হামলার পর এখন পর্যন্ত ইসরাইলে ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত ৩ হাজারের বেশি।
অপরদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের পাল্টা হামলায় সবশেষ ১ হাজার ৯০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।