চুয়াডাঙ্গায় সংস্কার কাজে চরম অনিয়ম, তথ‍্য চাওয়ায় সাংবাদিককে হুমকি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


পেশাগত দায়িত্ব পালনের সময় মাইটিভি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর সহকারী ব্যুরো প্রধান ও জীবননগর সাংবাদিক সমিতির যুগ্ন সম্পাদক মিঠুন মাহমুদকে মামলা ও মারধর করাসহ প্রাণ নাশের হুমকি প্রদান করেছেন জীবননগর উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন। জানা গেছে ,জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের দৌলতগঞ্জ থেকে আকন্দবাড়িয়া অভিমুখে রাস্তা সংস্কার কাজে চলছে।

নানা অনিয়ম নিম্নমানের ইট আর মাটি ভর্তি বালি দিয়ে সংষ্কার করার অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠান সেল- ইউডিসি-জাকা জেভি বিরুদ্ধে। সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন পর জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের দৌলতগঞ্জ হতে আকন্দবাড়িয়া অভিমুখে রাস্তা সংষ্কার কাজ করা হলেও সেখানে সিডিউল অনুযায়ী হচ্ছে না।খোয়ার পরিবর্তে সুড়কি আর বালির পরিবর্তে রাস্তার উপরে মাটি দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গায় সংস্কার কাজে চরম অনিয়ম, তথ‍্য চাওয়ায় সাংবাদিককে হুমকি

রাস্তার দুপাশে মাটি ভরাট করার কথা থাকলেও ঠিক মত দেয়া হচ্ছে না। এসময় পাশের মালিকানা জমি থেকেও জোর পূর্বক দেওয়া হচ্ছে।

স্থানীয় প্রশাসনকে ক্ষমতার দাপট দেখিয়ে এভাবেই রাস্তা কাজ করছে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্যের ভাই আরিফ ও মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব বকুল। এতে করে জনমনে দেখা দিয়েছে চাপা ক্ষোভ রয়েছে নানা প্রশ্ন।

রাস্তা শুরুতেই এমন অনিয়ম হলে পাকা করার সময় কি হবে? তা ছাড়া রাস্তা সংস্কারের সময় উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা থাকার কথা থাকলেও সেখানে কাউকে চোখে পড়েনি। বরং ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার আর লেবারদের মাধ্যমে কাজটি সম্পন্ন হচ্ছে।

এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করেন, রাস্তা নির্মানের জন্য যে ইট ,খোয়া ও বালি দেওয়ার কথা তা না দিয়ে তারা নাম্বার বিহীন ইট,বালির পরিবর্তে আর খোয়ার পরিবর্তে সুড়কি দিয়ে রাস্তার কাজ করছে।

এতে প্রতিবাদ করলে ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার জানায় রাস্তার কাজ করছে এমপির ভাই আরিফ আর মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বকুল মিয়া পারলে তাদের কাছে যেয়ে বলো রাস্তার কাজ এ ভাবেই শেষ হবে।

তা ছাড়া উপজেলা প্রকৌশলী থেকে যে কর্মকর্তাগণ থাকার কথা তারাও সময়মত থাকেন না। এমন অভিযোগের ভিত্তিতে মাইটিভি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর সহকারী ব্যুরো প্রধান মিঠুন মাহমুদ জীবননগর উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিনের কাছে রাস্তা সংস্কার কাজের তথ্য চাইতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে মাইটিভির প্রতিনিধিকে মারধর করাসহ প্রাণনাশের হুমকি এবং তাকে অফিস থেকে বের করে পুলিশে মিথ্যা মামলা দেওয়ার হুমকিও প্রদান করেন।

চুয়াডাঙ্গায় সংস্কার কাজে চরম অনিয়ম, তথ‍্য চাওয়ায় সাংবাদিককে হুমকি

তথ্য অনুসন্ধানে জানা গেছে,জীবননগর উপজেলায় যে সমস্থ রাস্তা ঘাট,স্কুল,কলেজ নির্মানের কাজ হয় তার কমিশন হিসাব করে ঠিকাদার প্রতিষ্ঠানের নিকট থেকে উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন এবং সহকারী রফিক হোসেন মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনৈচ্ছুক এক ঠিকাদার অভিযোগ করে বলেন ,লটারীর মাধ্যমে আমরা কাজ পেলেও প্রকৌশলী বোরহান উদ্দিন নতুন অফিসার হিসাবে রফিক সাহেবের মাধ্যমে আমাদের কাছ থেকে টাকা নিয়ে থাকে।

না দিলে আমরা যতই সিডিউল অনুযায়ী কাজ করি তিনি ভুল ধরেন। যার কারনে তাকে টাকা দিলে তিনি অনিয়মকে নিয়মে পরিনত করে থাকেন। এ রকম অসংখ্য রাস্তার কাজে চলছে চরম অনিয়ম ও দুনীতির যার মুলহোতা উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন ও সহকারী রফিক হোসেন।

এ দিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম ডালিম,জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান,সাধারন সম্পাদক ফয়সাল মাহতাব মানিক,জীবননগর প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক এ্যাড.আকিমুল ইসলাম,আন্দুলবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মামুনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

পেপার’স লাইফ/এ,আর,ডাবলু/চুয়াডাঙ্গা প্রতিনিধি