লিগ চ্যাম্পিয়ন হয়ে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে আগেই। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটিও নাম লিখিয়েছে ইউরোপ সেরার লড়াইয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বাকি কোন দুটি দল খেলবে ইউরোপ সেরার লড়াইয়ে, এ নিয়ে জল্পনা ছিল বেশ তুঙ্গে।
শেষ রাউন্ডের খেলা শেষে নিশ্চিত হলো বাকি দুটি দল। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে ২-০ গলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পায় ম্যানচেস্টার ইউনাইটেড।
একই দিনে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ২-০ গোলে হারিয়ে ৪র্থ স্থানে থেকে মৌসুম শেষ করল চেলসি। ফলে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আর বাঁধা রইলো না লন্ডনের দলটির।
ইউনাইটেডের হয়ে একটি করে গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ ও জেসে লিঙ্গার্ড।
অন্যদিকে অপর ম্যাচের প্রথমার্ধের নির্ধারিত সময় শেষ হওয়ার পর যোগ করা অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে ওয়ান্ডারার্সের ডি বক্সের ঠিক সামনে ফ্রি-কিক পায় চেলসি। আর ফ্রি-কিক থেকে বাঁকানো শটে বল জালে জড়ান চলতি মৌসুমে চেলসির যুব দল থেকে উঠে আসা মেসন মাউন্ট। অসাধারণ দুর্দান্ত এক গোলে চেলসি এগিয়ে ১-০’তে।
প্রথমার্ধের শেষের বাঁশি বাজার আগে আবারও বল পান মাউন্ট। বল নিয়ে ডি বক্সের দিকে দৌড়াতে থাকা মাউন্ট দেখতে পান জিরুদ গোল করার মতো পজিশনে। আর তখন তার কাছে বল পাঠিয়ে দিতে একদম কার্পণ্য করেননি তিনি। ডি বক্সে বল পেয়ে ভুল করেননি জিরুদ। চমৎকার শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন ২-০’তে।
শেষ পর্যন্ত আর গোলের দেখা পাননি উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের খেলোয়াড়রা। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধেও নিজেদের দুর্দান্ত খেলা ধরে রাখে চেলসি। তাই শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগের জায়গা।
জয় দিয়ে লিগ শেষ করেছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটিও। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ৩-১ গোলে জেতা চ্যাম্পিয়ন লিভারপুলের পয়েন্ট ৯৯। আর নরিচ সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যানচেস্টার সিটি ৮১ পয়েন্ট নিয়ে হয়েছে দ্বিতীয়।
৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসির পয়েন্টও সমান ৬৬, তবে গোল ব্যবধানে পিছিয়ে চার নম্বর তারা।