শুক্রবার ফরাসি কাপের ফাইনালে ১-০ গোলে ম্যাচ জিতে শিরোপা উঁচিয়ে ধরে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। কিন্তু সেই ম্যাচে ঘটে অঘটন। ম্যাচের ২৮ মিনিটে লোয়িচ পেরিনের বাজে ফাউলে মাটিতে লুটিয়ে পড়েন এমবাপে।
যন্ত্রণায় ভুগতে দেখা যায় তাকে। ম্যাচ শেষে অবশ্য ক্রাচে ভর দিয়ে দলের শিরোপা উৎসবে যোগ দেন এমবাপে।
পরে পরীক্ষা করে দেখা গেছে, তার ডান পায়ের গোড়ালির চোট যতটা ভীতিকর ভাবা হয়েছিল, ততটা নয়। বাজে ট্যাকলের কারণে তার লিগামেন্টের অবশ্য কোনও ক্ষতি হয়নি। তবে মচকে গেছে। এই চোটের কারণে তাকে ক্রাচে ভর দিয়েই হাঁটতে হচ্ছে। একই সঙ্গে গোড়ালিতে প্লাস্টিকের বর্ম বেঁধে দেওয়া হয়েছে।
মঙ্গলবার তার চোটের আরও পরীক্ষা করা হবে। এই অবস্থায় শুক্রবার লিগ কাপে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
আতালান্তার বিপক্ষে ১২ আগস্ট চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল খেলবে পিএসজি। সেই ম্যাচের আগে তিনি কত দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।