আল্পসের ঢালে ঢালে গোলাপি আভায় ঢেকেছে হিমবাহ। ৩ হাজার ১৬ মিটার উচ্চতায় প্রেসেনা হিমবাহে দেখা গেছে এমন সাদা-গোলাপি বরফ। দেখে মনে হচ্ছে কেউ বরফের শরীরে গোলাপি রঙ ঢেলে দিয়েছে।
সাদা বরফের স্তরে এমন গোলাপি রঙ কীভাবে হল সেই নিয়ে বিজ্ঞানীমহলে চলছে হইচই । পরিবেশবিদদের ধারণা জলবায়ু বদলের অশনি সঙ্কেত এই গোলাপি বরফ।
ইতালির ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের গবেষক বিয়াজিও দি মৌরো বলেছেন, এই গোলাপি বরফের কারণ হল বিশেষ একরকমের শৈবাল। বরফের উপর ঘন হয়ে জমে আছে। তার উপর সূর্যের রশ্মি প্রতিফলিত হয়ে এমন গোলাপি রঙ দেখা গিয়েছে। গরমের সময় এবং বসন্তকালে এমন শৈবাল জন্মাতে দেখা যায়। মেরু এলাকায় এই শৈবালের দেখা মেলে।
বিশেষজ্ঞরা বলছেন এই শৈবালের নাম অ্যানসাইলোনেমা নর্ডেনস্কিওয়েলদি । গ্রিনল্যান্ডে এমন শৈবালের দেখা মেলে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, ইতালির এই গ্লেসিয়ার রেঞ্জে এমন শৈবাল জন্মানোর কথা নয়।
প্যাসো গ্যাভিয়ার ৮ হাজার ৫৯০ ফুট উচ্চতায় (২,৬১৮ মিটার)এই গোলাপি বরফ গলতে শুরু করেছে। বরফের উপর এমনভাবে শৈবালের স্তর জমেছে যে বরফ যেন বাঁধভাঙা বন্যার পানির মতো গলে গলে পড়ছে।
গবেষক বিয়াজিও বলছেন, মানুষের তৈরি দূষণের কারণেই উষ্ণতা বাড়ছে। উত্তপ্ত হচ্ছে পৃথিবী। হিমবাহ গলছে, জলস্তরের উচ্চতা বাড়ছে। ইতালির এই ঘটনাও প্রকৃতির উপর মানুষের অত্যাচারেরই ফল।এইভাবে হিমবাহের গলে যাওয়া মোটেই ভাল কথা নয়। এর প্রভাব পড়বে প্রকৃতিতে, পরিবেশে।