রোববার রাতে বর্তমান ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভ আড্ডায় যোগ দিয়েছিলেন সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন ও নাঈমুর রহমান দুর্জয়।
সেই আড্ডায় জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার তথ্য দিয়েছিলেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম।
হাবিবুল বাশার বলেছিলেন, ‘তিন দিন আগে টেস্ট করেছিলেন জাভেদ ওমর। আজ রিপোর্ট হাতে পেয়েছেন, যেখানে পজিটিভ এসেছে তার। জ্বর এসে কমেও গেছে।’
তবে এর কিছুক্ষণ পরই তামিম ফেসবুকে পোস্ট দিয়ে জানান, বেলিমের করোনা হয়নি; ভুল বোঝাবুঝিতে এই তথ্য দেওয়া হয়েছে। জাভেদের করোনার কথা জানিয়ে কিছুক্ষণ পরেই তামিম ভুল বোঝাবুঝির কথা জানিয়ে দুঃখ প্রকাশ করেন।
তামিম বলেন, ‘জাভেদ ওমর বেলিম ভাইয়ের কাছে দুঃখপ্রকাশ করছি। আজকে ফেইসবুক লাইভে সাবেক তিন অধিনায়কের সঙ্গে আড্ডার সময় আমরা বলেছিলাম যে, জাভেদ ভাই কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আসলে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, ভুল তথ্য পেয়েছিলাম আমরা। জাভেদ ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনি পুরোপুরি সুস্থ আছেন। সবার কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’
৪৩ বছর বয়সী জাভেদ ওমর বেলিম বাংলাদেশের পক্ষে ৪০ টেস্ট, ৫৯ ওয়ানডে খেলেছেন। ডানহাতি এই ওপেনারের ওয়ানডে অভিষেক হয় ১৯৯৫ সালে, রঙিন পোশাকে খেলে গেছেন ২০০৭ সাল পর্যন্ত।
২০০১ সালে টেস্ট অভিষেকের পর ২০০৭ সালের জুলাই অব্দি খেলেছেন সাদা পোশাকে। ১ সেঞ্চুরি, ৮ ফিফটিতে টেস্টে জাভেদ ওমর বেলিমের রান ১৭২০। ওয়ানডেতে ১০ ফিফটির মালিক জাভেদ ওমর করেছেন ১৩১২ রান।