জার্মান ফুটবলের শীর্ষ দুই বিভাগ বুন্ডেসলিগা ও বুন্ডেসলিগা-২ এর ১০ জনের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্টে পজিটিভ এসেছে বলে জানা গেছে।
এ বিষয়ে লিগ কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, ৩৬টি ক্লাবের ১৭২৪ জনকে পরীক্ষা করেছেন তারা। যার মধ্যে ১০ জন এই রোগে আক্রান্ত।
যে ১০ জনের শরীরে করোনা পাওয়া গেছে, তাদের নাম প্রকাশ করা হয়নি। জানা গেছে, জার্মানির স্বাস্থ্য বিভাগের কাছে তাদের নাম পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘যে ১০ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে, তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ফুটবলার ও কোচেদের আলাদা করে রাখার (আইসোলেশনে) পাশাপাশি স্থানীয় স্বাস্থ্য বিভাগকেও এদের ব্যাপারে জানানো হয়েছে।’
আগামী ১৬ অথবা ২৩ মে থেকেই ফের মাঠে গড়তে পারে জার্মান ফুটবল লিগ। বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে গত মার্চের মাঝামাঝিতে বন্ধ হয়ে যায় দেশটির পেশাদার ফুটবল লিগ বুন্দেসলিগা।