করোনাভাইরাসকে বুড়ো আঙুল দেখিয়ে ক্লাব ফুটবল মাঠে ফেরানোর চেষ্টা করছে ইউরোপের শীর্ষ দেশগুলো। তার ধারাবাহিকতায় চূড়ান্ত হলো জার্মান বুন্দেসলিগা শুরুর সময়সূচি।
চলতি মাসের ১৬ তারিখ থেকে শুরু হবে বন্ধ হয়ে যাওয়া লিগটি। বুন্দেসলিগার ২৬তম রাউন্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এ দফার খেলা। প্রথমদিন হবে ছয়টি ম্যাচ। যার মধ্যে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড ও শালকে০৪’র মধ্যকার ডার্বি ম্যাচ।
বুধবার (৬ মে) জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল জানিয়েছিলেন, এ মাসের মধ্যে মাঠে ফিরবে বুন্দেসলিগা। সে কথা মোতাবেক পরদিনই আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে লিগের নতুন সূচি প্রকাশ করেছে জার্মান ফুটবল লিগ (ডিএফএল) কর্তৃপক্ষ।
নতুন সূচিতে আগামী ২৭-২৮ জুনের মধ্যে লিগ শেষ করার কথা ঠিক করা হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ মাঠে ফিরবে ১৭ মে, ইউনিয়ন বার্লিনের মাঠে। মৌসুমের বাকি ম্যাচগুলো হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
বর্তমানে বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ, ২৫ ম্যাচে তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট। চার পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।