ভিয়ারিয়ালকে হারালেই শিরোপা। বৃহস্পতিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ জিতলেই রেকর্ড ৩৪তম বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হবে স্পেনের রাজধানীর ক্লাবটি।
লিগে এখনও পর্যন্ত খেলা ৩৬ ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৮৩ পয়েন্ট। সমান ম্যাচে বার্সেলোনার ঝুলিতে রয়েছে ৭৯ পয়েন্ট। নিজেদের দুই ম্যাচে বার্সা পূর্ণ ৬ পয়েন্ট পেলে তাদের মোট সংগ্রহ হবে ৮৫ পয়েন্ট। অন্যদিকে আজ ভিয়ারিয়ালের বিপক্ষে জিতলেই রিয়ালের পয়েন্ট হয়ে যাবে ৮৬। ফলে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা পেয়ে যাবে দলটি।
তবে সেদিকে ভাবছেন না রিয়াল কোচ জিদান। তার ভাবনায় শুধুই ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের পরিকল্পনা, ‘আমি এখনও নিজেদের চ্যাম্পিয়ন মনে করি না। কী ঘটতে যাচ্ছে, তা কেউ জানে না। আমরা বৃহস্পতিবারের ম্যাচটি জিততে চাই, এটিই মূল বিষয়। আমরা জয়ের জন্য মাঠে নামব, যা আমরা সবসময় করি এবং ভিয়ারিয়ালও তাই করবে।’