স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানচেস্টার সিটি ও চেলসির লড়াইয়ে না থেকেও ছিল লিভারপুল। কেননা টেবিলের দুই নম্বরে থাকা ম্যান সিটি পয়েন্ট খোয়ালেই যে অধরা প্রিমিয়ার লিগ শিরোপা যাবে অলরেডদের ঘরে।
হয়েছেও তাই! চেলসির মাঠে ২-১ গোলের ব্যবধানে হেরেছে পেপ গার্দিওলার দল। আর এতেই ৭ ম্যাচ হাতে রেখে চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে গেছে লিভারপুল।
১৯৮৯-৯০ মৌসুমে সবশেষ ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের লিগ জিতেছিল লিভারপুল। অবশেষে ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন হলো অলরেডরা।
বৃহস্পতিবার রাতে চেলসির মাঠে খেলতে গিয়ে পুরো ম্যাচজুড়ে বল দখলের লড়াইয়ে স্পষ্টত এগিয়ে ছিল ম্যান সিটি। কিন্তু কাজের কাজ গোল হয়েছে মাত্র একটি। অন্যদিকে পেনাল্টি থেকে পাওয়া গোলের সুবাদে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।
ম্যাচের ৩৬ মিনিটে অবশ্য প্রথম গোলটা করেছিল চেলসিই। সিটির খেলোয়াড়দের ভুল বোঝাবুঝিতে বল পেয়ে যান ক্রিশ্চিয়ান পুলিসিচ। সুযোগ সন্ধানী এ খেলোয়াড় ক্ষিপ্রতার সঙ্গে ভেদ করেন সিটির রক্ষণ, খুঁজে নেন জালের ঠিকানা।
দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচে সমতা আনেন সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। কিন্তু ৭৮ মিনিটে পন্ড হয়ে যায় সব। ডি-বক্সের মধ্যে হ্যান্ড বল করেন ফার্নানদিনহো। পেনাল্টি পায় চেলসি। স্পট কিক থেকে দলের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ার ফরোয়ার্ড উইলিয়ান।
প্রিমিয়ার লিগের ৩১ রাউন্ড শেষে লিভারপুলের সংগ্রহ ৮৬ পয়েন্ট। অন্যদিকে দুই নম্বরে থাকা ম্যান সিটির ঝুলিতে রয়েছে ৬৩ পয়েন্ট। নিজেদের বাকি থাকা ৭ ম্যাচে পূর্ণ ২১ পয়েন্ট পেলেও সিটির হবে ৮৪ পয়েন্ট।
অর্থাৎ লিভারপুল বাকি সব ম্যাচ হারলেও কোন সমস্যা হবে না, শীর্ষেই থাকবে তারা। তাই শিরোপা হারানোর সুযোগ নেই ইয়ুর্গান ক্লপের দলের।