বিয়ের পিঁড়িতে বসলেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। শনিবার পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শান্ত।
তার স্ত্রীর নাম সাবরিন সুলতানা রত্না। রাজশাহীর ছেলে শান্তর স্ত্রীর বাড়িও রাজশাহীতে।
শান্ত জানান, করোনাভাইরাসের কারণে শুধু দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তার স্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষে পড়ছেন বলেও জানান তিনি। উদীয়মান
২১ বছর বয়সী ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৪ টেস্ট, ৫ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন।