টানা ৬ মাস ঘুমিয়েই কাটান এই সুন্দরী! এক ‘লেডি কুম্ভকর্ণ’


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


পৃথিবীতে যেন আবারও ফিরে এসেছেন বাল্মীকির লেখা রামায়ণের সেই ‘কুম্ভকর্ণ’। তবে রামায়ণের তার বর্ণনা যেভাবে দেয়া আছে সেরকম নয়। সুন্দরী হয়েই তার আগমন হয়েছে। তবে রুপ পরিবর্তন হলেও স্বভাব পালটায়নি। এখনো দিব্বি ৬ মাস কুম্ভকর্ণের মতোই ঘুমিয়ে কাটান এই সুন্দরী!

তার খোঁজ পাওয়া গেছে ব্রিটেনের ২২ বছরের তরুণী বেথ গোডিয়ার যেন এ যুগের ‘লেডি কুম্ভকর্ণ’। তিনি একবার শুয়ে পড়লে ৬ মাসের আগে চোখ খোলেন না। বহু চেষ্টা করেও তাকে জাগানো যায় না। আত্মীয়রা অধীর আগ্রহে বেথের ঘুম ভেঙে জেগে ওঠার প্রহর গুণতে থাকেন।

টানা ৬ মাস ঘুমিয়েই কাটান এই সুন্দরী! এক 'লেডি কুম্ভকর্ণ'

বেথ গডিয়ার এক বিরল রোগে আক্রান্ত। ক্লিন-লেভিন সিনড্রোম নামেই পরিচিত এই রোগ৷ একশ জনের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হন। রোগীর এমনই অবস্থা হয় যে, দিনের পর দিন মাসের পর মাস সে ঘুমিয়ে থাকে৷ দুচোখ জুড়ে নেমে আসে নিশ্চিন্তের ঘুম। সেই ঘুম ভাঙলেই রোগীর খিদে পায়। ঠিক যেমন রাবণের ভাই কুম্ভকর্ণ ৬ মাস ঘুমিয়ে প্রচুর খেতেন।

ক্লিন-লেভিন সিনড্রোম অর্থাৎ ঘুম রোগে আক্রান্তরা জেগে উঠলে দু সপ্তাহের মতো সময় পান। সেই সময় তাদের দেখলে কিছুই মনে হবে না৷ একেবারে স্বাভাবিক আচরণ৷ ৬ মাস ঘুমিয়ে থাকার পর বেথ গডিয়ার যখন জেগে ওঠেন তখন এমনই দেখতে লাগে।

১৭ বছর বয়সে ঘুম রোগে আক্রান্ত হন বেথ৷ হুঁশ ফিরলে প্রাত্যহিক কর্ম করা ও খেতে পারেন তিনি। মাত্র ১৪ দিনের জন্য তার ঘুম ভাঙে। ঘুম রোগের কারণে লেখাপড়া ছাড়তে হয়েছে। কারো সঙ্গে দেখা করতে পারেন না তিনি। তবে ঘুমরোগী লেডি কুম্ভকর্ণের কিন্তু প্রেমিক রয়েছে। তিনি প্রায়ই বেথকে দেখতে আসেন। ঘুমিয়ে থাকা প্রেমিকা বেথের কাছে বসে থাকেন। ৬ মাস পর পর যখন ঘুম ভাঙে সে সময় দুজনের কথা হয়।

চিকিৎসকরা এই রোগের কারণ খুঁজছেন। এ নিয়ে ইতোমধ্যেই চলছে গবেষণা।

সূত্র: কলকাতা ২৪।