চলতি বছরের নভেম্বরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তামিম ইকবাল। বুধবার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে এসে এমন ঘোষণা দেন তিনি।
তার আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে তিনি জানিয়ে দেন নিজের ভাবনা।
তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই, আমাদের চিফ সিলেক্টর নান্নু ভাইকে আমি ফোন করেছিলাম। ফোন করে তাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করেছি। যেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি তাদের বলেছি যে আমার মনে হয় না যে আমার ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত।’
সম্প্রতি জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের পর থেকে হাঁটুর চোটের মাঠের বাইরে আছেন তামিম। তার পুনবার্সন চলছে। চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা অভিজ্ঞ ওপেনার বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন বলে আশা করছেন অনেকেই।
তবে লম্বা সময় ধরে এই সংস্করণের বাইরে থাকায় ম্যাচ অনুশীলনের ঘাটতি এবং অন্যান্য পারিপার্শ্বিকতা মিলিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
তামিম বলেন, আমি বেশকিছুদিন ধরে খেলছি না। এছাড়া আমার ইনজুরি। যদিও আমি মনে করি না ইনজুরি বিষয় কেননা বিশ্বকাপের আগেই ইনজুরি ঠিক হয়ে যাবে। বেসিকেলি যেটা আসল, যেটার কারণে মনে হচ্ছে এই সিদ্ধান্ত আমি নিয়েছি, সেটা হচ্ছে, লাস্ট ১৫-১৬ টা টি টোয়েন্টি আমি খেলি নাই। তাই এইসময় নতুন যারা ভালো খেলেছে আমি মনে করি তাদের খেলা দরকার। এই সময় আমার খেলাটা ফেয়ার হবে না বলে আমি মনে করি।
তামিম বলেন, আমি মনে করি তারা আরো ভালো সার্ভিস দিতে পারবে। এই বিষয়ে কোনো কন্ট্রোভার্সি নেই। আমাকে এই বিষয়ে আর কোনো ফোন কল দেওয়ার নেই, মিডিয়ারও আমার সঙ্গে যোগাযোগ করার দরকার নেই। যা বলার আমি বলে দিয়েছি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললেও এখনও অবসরের ভাবনা নেই তামিমের। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে এখনও খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। এছাড়া ওয়ানডে বা টেস্ট ফরমেটে নিয়মিত থাকছেন বলে জানান।
এ বিষয়ে তামিম বলেন, আমি অবসর নিচ্ছি না। বিশ্বকাপ খেলবো না তার মানে এই না আমি রিটায়ার্ড হচ্ছি না। না আমি রিটায়ার্ড হচ্ছি না। তবে এরমধ্যে যে কোনো খেলা খেলবো সামনে তো তো আরো খেলা আছে। নিশ্চই দেখা হবে।
বিশ্বকাপের বাকি নেই আর দুই মাসও। এর আগে নিউজিল্যান্ড সিরিজই হতে যাচ্ছে বাংলাদেশের শেষ সিরিজ। সেই সিরিজে চোটের কারণে নেই তামিম। এর আগে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও ছিলেন না তিনি।
সবশেষ টি টোয়েন্টিটাও সেই ২০২০ এর মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। সেই তামিমেই ভরসা থাকবে কিনা দলের, এমন একটা প্রশ্ন ছিলই। এবার তামিম নিজেই বিশ্বকাপ থেকে সরিয়ে নিলেন নিজেকে।