টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আইসিসি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


বিশ্বজুড়ে চলমান করোনা সংক্রমণের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে গত দুই মাসেও কোন সমাধানে আসতে পারেনি ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে এবার আজ সোমবার (২০ জুলাই) আসন্ন অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি।

এছাড়াও করোনা ভাইরাসের কারণে অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি- টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা শুরু থেকেই ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান এডিংস তো বলেই দেন করোনা পরবর্তী সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনার চিন্তা অসম্ভব! এদিকে অস্ট্রেলিয়ায় করোনার দ্বিতীয় সংক্রমণের চলছে। যার ফলে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে ৬ সপ্তাহের জন্য লকডাউন শুরু হয়েছে জুলাইয়ের শুরু থেকে।

এমতাবস্থায় ১৬ টি দলকে স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নিরাপত্তা দেওয়া কঠিন বলেই মনে করে অস্ট্রেলিয়া। তাই বিশ্বকাপ আয়োজন থেকে সরে আসতে চাওয়ার কথা তারা আইসিসি-কে জানায়। এরপরেই সোমবার বোর্ড মিটিংয়ে শেষ পর্যন্ত মারণ ভাইরাসের কারণে স্থগিত হয়ে গেল এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপও।

জানা গেছে, ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অক্টোবর-নভেম্বর উইন্ডোতে হবে। বিশ্বকাপ ফাইনাল হবে ১৪ নভেম্বর, ২০২১। ২০২২ সালে হবে ২০২০ সালের স্থগিত হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। অক্টোবর-নভেম্বর উইন্ডোতেই হবে বিশ্বকাপ। ফাইনাল ২০২২ সালের ১৩ নভেম্বর।

২০২৩ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (৫০ ওভারের) হবে ভারতে। অক্টোবর-নভেম্বর উইন্ডোতে হবে বিশ্বকাপ। ফাইনাল হবে ২৬ নভেম্বর ২০২৩।

২০২১ এবং ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় হবে সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আইসিসি। করোনা পরবর্তী পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ২০২১ এবং ২০২২ সালের বিশ্বকাপ কোনটা ভারতে এবং কোনটা অস্ট্রেলিয়ায় হবে।