লন্ডনে লেভার কাপ খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক টেনিসকে বিদায়ের ঘোষণা দিয়েছেন টেনিসের মহাতারকা রজার ফেদেরার।
আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্টে টেনিসকে বিদায় জানানোর বার্তা দেন ৪১ বছর বয়সী ফেদেরার।
পোষ্টে তিনি লেখেন, “আপনাদের অনেকেই যেমনটা জানেন, গত তিন বছর ধরে চোট আর অস্ত্রোপচারের ধকল সইতে হচ্ছে আমাকে। পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থায় ফিরতে কঠোর পরিশ্রম করেছি আমি। তবে নিজের শরীরের সামর্থ্য ও সীমা জানি, এবং এটি যে বার্তা দিচ্ছে সেটিও পরিষ্কার। ৪১ বছর বয়স আমার। ২৪ বছর ধরে দেড় হাজারের বেশি ম্যাচ খেলেছি আমি। টেনিস আমাকে এভাবে সাদরে গ্রহণ করবে, আমি স্বপ্নেও ভাবিনি। আমার বুঝতে হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক ক্যারিয়ার শেষ করার সময় এসে গেছে। সামনের সপ্তাহে লন্ডনে হতে যাওয়া লেভার কাপই আমার শেষ এটিপি টুর্নামেন্ট। ভবিষ্যতেও টেনিস খেলব, তবে গ্র্যান্ড স্ল্যাম বা (এটিপি) ট্যুরে নয়।”
আরও পড়ুনঃ টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন মুশফিকুর রহিম
ফেদেরার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ২০টি। তার চেয়ে বেশি জিতেছেন কেবল স্পেনের রাফায়েল নাদাল (২২) ও সার্বিয়ার নোভাক জোকোভিচ (২১)। এই তিন জনকে বলা হয় টেনিসের ‘বিগ থ্রি।’
মাত্র ১৬ বছর বয়সে ১৯৯৮ সালে ফেদেরারের পেশাদার টেনিসে অভিষেক হয়। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন তিনি ২০০৩ সালের উইম্বলডনে।