‘টেস্ট ক্রিকেট শেষ হয়ে যাবে , যদি ভারতও হাল ছেড়ে দেয়’


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখার স্বার্থে বছরের শেষে বর্ডার-গাভাসকর সিরিজ হওয়া উচিত্, এমন মন্তব্য করেন ভারতের সাবেক কোচ গ্রেগ চ্যাপেল।

তিনি মনে করেন করোনা পরবর্তী সময়ে বছরের শেষে অস্ট্রেলিয়া সফর যদি না হয় তাহলে এমনিতেই বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ফেসবুক চ্যাটে গ্রেগ চ্যাপেল বলেন, ‘টেস্ট ক্রিকেট শেষ হয়ে যাবে , যদি ভারতও হাল ছেড়ে দেয়। আমি তো ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ছাড়া আর কোনও দেশের টেস্ট ক্রিকেটের প্রতি কোনওরকম ইনভেস্ট করছে, বিশেষ করে তরুণ ক্রিকেটারদের গড়ে তোলার ব্যাপারে।’

চ্যাপেল আরও বলেন, ‘আমি কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটের বিরোধী নই। এটা খুব সহজেই জনগণের কাছে বিক্রি করা যায়। কিন্তু টেস্টের ক্ষেত্রে টাকার অঙ্কটা বিশাল। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি কিন্তু বলেছে, টেস্ট ক্রিকেটই হল আলটিমেট ক্রিকেট। সুতরাং এখানেই একটু হলেও আশার আলো দেখতে পাচ্ছি যে টেস্ট ক্রিকেট বাঁচবে।।

তবে অনেকের ধারণা এই সমস্ত কথা বলে কি বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন গ্রেগ চ্যাপেল।

কেননা ভারতের কোচ থাকা অবস্থায় খেলোয়াড় গাঙ্গুলির দ্বন্দ্ব ছিল ওপেন সিক্রেট। ক্রিকেট অস্ট্রেলিয়ার খারাপ সময়ে টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফরের বিষয়ে সবুজ সংকেত আদায় করতেই মাঠে নাম্লেন চ্যাপেল, এমনটিই বলছেন বিশেষজ্ঞমহলের একাংশের।