সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভেজাল ঘি তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানায় ঘি তৈরিতে ব্যবহৃত ৩শ ৬০ কেজি ডালডা, ৩শ ৫০ কেজি পামওয়েল, রং, কেমিক্যাল ও ৪২ মন ভেজাল ঘি জব্দ করা হয়।
যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলার নির্বাহী অফিসার আরিফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাতি মহল্লায় ঘি ব্যবসায়ী সুজন ঘোষের বাড়িতে ঘি তৈরির কারখানায় অভিযান চালিয়ে নকল ঘি তৈরির সময় তাকে হাতে নাতে আটক করা হয়।
এ সময় ঘি তৈরির কাজে ব্যবহৃত ডালডা, পামওয়েল, রং ও কেমিক্যাল উদ্ধার করা হয়। পরে ব্যবসায়ীর স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত ৪২ মন ঘি ও ব্যবহৃত কাঁচামাল জনসমক্ষে ধ্বংস করা হয় ।