একটি ঢেউয়ের মতো আগুনের সরু রেখা দ্রুত এগিয়ে যাচ্ছে। সে আগুনে পুড়ছে না কিছুই। এমনই একটি ভিডিও কয়েক দিন ধরে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঘটনাটি ঘটে স্পেনের একটি পার্কে। সেখানে আগুন লাগার পরও সেই আগুনে না পুড়ছে কোনো গাছ, না কোনো ঘাস; এমনকি পার্কের বেঞ্চগুলোতেও আগুন লাগছে না।
ভিডিওটি স্পেনের একটি ফেসবুক ‘পেজ ক্লাব দে মন্টানা কালাহোরা’য় পোস্ট হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর কালাহোরার মেয়র টুইটারে জানিয়েছেন, এই আগুন নিয়ন্ত্রিত ছিল না। এই আগুন দ্রুত ছড়ায় এবং ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে।
আগুন এক প্রান্ত থেকে আর এক প্রান্তে এগিয়ে গেলেও ঘাস বা পার্কের গাছে সেই আগুন যেন স্পর্শ করছে না। কারণ ওই আগুনের তেজ ও স্থায়ীত্ব এতটা কম যে সবুজ ঘাস জ্বলে উঠতে যে পরিমাণ সময় বা তাপমাত্রা দরকার ছিল তা তৈরি হয়নি। ফলে শুধু পপলার গাছের বীজগুলোই আগুনে পুড়ে যাচ্ছিল আর কোনো কিছুতেই আগুন লাগেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দমকল আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে নিয়ে ফেলে। স্থানীয় কোনো সম্পত্তি বা মানুষজনের কোনো ক্ষতি হয়নি।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এটি কোলাহোরা শহরের একটি পার্কের দৃশ্য। ভিডিওতে দেখা যাচ্ছে পার্কের ঘাসের ওপর সাদা পাতলা আস্তরণ তৈরি হয়েছে। মনে হবে যেন তুষাপাতের ফলে পাতলা সাদা বরফের আস্তরণ তৈরি হয়েছে।
এই পার্কে পপলার নামে এক প্রকার গাছ রয়েছে। সেই গাছের বীজ পড়ে এমন সাদা আস্তরণ তৈরি করেছে ঘাসের ওপর। আর তাতেই আগুন লেগে যাওয়ায় তা দাবানালের মতো এগিয়ে যাচ্ছে। এই পপলার গাছের বীজ কিছুটা আমাদের চেনা শিমুল তুলার মতো।
The controlled burning of pollen made by the Fire Brigade of Castilla y León County at the park of Cidacos, in Calahorra, La Rioja, Spain pic.twitter.com/1Efe2143jF
— Kyle Hill (@Sci_Phile) May 7, 2020