তৃতীয় ম্যাচে এসে হোঁচট খেলো বার্সা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height
Players try to calm Barcelona's Argentinian forward Lionel Messi (C) during the Spanish league football match between Sevilla FC and FC Barcelona at the Ramon Sanchez Pizjuan stadium in Seville on June 19, 2020. (Photo by CRISTINA QUICLER / AFP) (Photo by CRISTINA QUICLER/AFP via Getty Images)

লম্বা বিরতির পর স্প্যানিশ লা লিগায় পুনরায় খেলতে নেমে প্রথম দুই ম্যাচে সহজ জয় পেয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তৃতীয় ম্যাচে এসে হোঁচট খেয়েছে কিকে সেতিয়েনের শিষ্যরা।

শুক্রবার রাতে সেভিয়ার মাঠে খেলতে গিয়ে জয় নিয়ে ফিরতে পারেনি বার্সেলোনা। বিবর্ণ ফুটবলের পসরা সাজিয়ে ম্যাচ ড্র করেছে ০-০ ব্যবধানে।

নিজেদের ঘরের মাঠে বেশ কিছু জোরালো আক্রমণ করেছিল সেভিয়া। তবে সেসব নষ্ট করে দেন বার্সা গোলরক্ষক মার্ক টের স্টেগান। অন্যদিকে ম্যাচ শেষের মিনিট কয়েক আগে সেরা সুযোগ পেয়েছিলেন লুইস সুয়ারেজ। কিন্তু তিনি লক্ষ্যভ্রষ্ট শট নিলে হতাশাই সঙ্গী হয় বার্সেলোনার।

এই ম্যাচে একটি মাত্র গোল করতে পারলেই স্বীকৃত ফুটবল ক্যারিয়ারে ৭০০ গোলের চূড়ায় বসতেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু পুরো ম্যাচে খুব একটা ছাপ রাখতে দেখা যায়নি তাকে। ফলে দীর্ঘায়িত হলো ৭০০ গোলের অপেক্ষা।

এই ড্রয়ের ফলে রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ রয়েছে এগিয়ে যাওয়ার। ৩০ ম্যাচে ২০ জয় ও ৫ ড্র নিয়ে বার্সেলোনার সংগ্রহ ৬৫ পয়েন্ট, যথারীতি শীর্ষেই রয়েছে তারা।

এক ম্যাচ কম খেলে ২৯ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৬২ পয়েন্ট। রোববার রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে যদি ৩ গোলের বেশি ব্যবধানে জয় পায় রিয়াল, তাহলে তারাই উঠে যাবে এক নম্বরে।