ইচ্ছা থাকিলেই উপায় হয়। মন থেকে চেষ্টা করলে তার ফল যে ভালো হয়, তাই যেন করে দেখিয়েছে মাশরাফি বিন মোর্ত্তজা। নিজের জেলাকে করেছেন করোনামুক্ত।
সাত চিকিৎসকসহ করোনায় আক্রান্ত মোট ১৩ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই মুহূর্তে নড়াইল জেলায় কোনো করোনা রোগী নেই।
জানা গেছে, গতকাল পর্যন্ত জেলার মোট ৪০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩০৭ জনের রিপোর্ট পাওয়া গেছে, ৮৩ জনের রিপোর্ট বাতিল, ৯ জনের রিপোর্ট এখনো পেন্ডিং রয়েছে। করোনা আক্রান্ত হন সাতজন চিকিৎসকসহ মোট ১৩ জন। ওই ১৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
আরও জানা যায়, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ তিনজন চিকিৎসক, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসক, একজন প্যারামেডিক্যাল চিকিৎসক, একজন ডেন্টাল টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া জেলা প্রশাসনের কর্মীসহ মোট ১৩ জনের সবার পরীক্ষায় নেগেটিভ এসেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নড়াইলে মোট হোম কোরেন্টিনে ছিলেন ১ হাজার ৩৯১ জন। ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৭২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন চারজন। এর মধ্যে আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ২০ জন।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা নড়াইল-২ আসনের সংসদ সদস্য। দেশে এই ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই নিজের এলাকায় করোনা মোকাবিলায় বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেন, যা সব মহলে প্রসংশিত হয়েছে।
আর সেসব ইতিবাচক পদক্ষেপেই দেশের প্রথম করোনাভাইরাসমুক্ত জেলা হয়েছে নড়াইল।